জ্ঞান পিপাসা
শম্পা ঘোষ
পাত্তা পাওয়া ও না পাওয়ার লড়াই
গুঁতোগুঁতি চলছে যুগে যুগে!
খোশামোদ,তোষামোদ,চাটাচাটি
সবই তো পরম্পরা
আসন,শাসন,প্রহসন ওরা তো চুক্তিবদ্ধ
কিছুটা হাত বদল!
গরমের উত্তাপ...
তার সঙ্গে মানুষের মনস্তাপ
বাইরে লু...মনের ভিতরে লু...
অবস্থাটা অনেকটা
কলুর বলদের মত,
এ তো সহজাত প্রবৃত্তি...
কষ্ট হলেও পিষে যাও!
পিপাসা,শান্তি,স্বাধীনতা
আজ তো আলেয়ার মায়া
যেন উবে যাওয়া প্রতিশ্রুতির গ্যাস!
ভয়,বিভ্রান্তি ছলনার দ্বারা আচ্ছাদিত
আজকের সময়
সংস্কার,সংস্কৃতি,সম্ভ্রম
শুধু ছাই শুধু ছাই!
বোধ,বিবেচনা, শিক্ষা বিলুপ্তপ্রায়
শ্রদ্ধা,ভালোবাসা,জ্ঞাতিত্ব বিস্মৃতির মুখে!
ক্ষমতা,শক্তি,মুখের বুলি আজ সর্বোচ্চ
গড়তে জানে না,শুধু গুড়াতে জানে
পরিচয়হীন কিছু মূর্খ তাঁবেদারের আস্ফালন
বর্ণ পরিচয়ের স্বাদই পাইনি হয়তো জীবনে!
এই সাগর সমান প্রতিভাধারী
মহান মনীষীর অপার কর্মকান্ডের কথা
ইতিহাস নয়,আজও দাঁড়িয়ে আছে
স্তম্ভ হয়ে বাঙালীর অন্তরে
থাকবে চিরতরে।
**************
************
*********
******
***
*