ফারাক দেখি না (কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
কবিতা লেখা আর
পার্সোনাল ডায়েরি লেখাকে আজকাল-
কেমন যেনো একত্রিত করে ফেলেছে...
পাতা ওল্টালেই সেই দেখি-
নিজ আত্মকাহিনী...
খেই হারিয়ে ফেলি!
ওই যেমন ছেলেদের-
বাড়িতে পড়া পাজামা-
আর মেয়েদের নতুন ছন্দ নিয়ে
সেজে উঠেছে পালাজো...
ওই হলো।
কি বলুন?
দ্বিমত রাখতেই পারেন!
কিন্তু ভেবে দেখবেন একবার?
সঠিক মতামতও আজ বড় অসহায়-
সেও দেখি নির্ভেজাল ব্যক্তিকেন্দ্রিক...হায়...হায়...
তবে যাবো কোথায়?
!!!!!!!!!!!!!
!!!!!!!
*
"৬-১০-২২"