এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম-"২০২১"
শম্পা ঘোষ
ব্যবচ্ছেদ তো থেকেই গেছে
তোমার আমার আচরণে,
শূন্যতায় মন ভেজে না
তাই দাগ কেটে যায় বিবরণে।
তামাম এই দুনিয়াতে
যখন তখন দল বদল হয়,
কালকে তুমি ছিলে ভালো
আজকে কেনো পাচ্ছি ভয়?
যারা মাটির উপর করছে দাবী
মাটির ভাষা বোঝে নাকো,
যাদের গায়ে ধুলো লেগে
তারাও এখন খুঁজছে সাঁকো।
পরিবর্তনের এই পান্থশালায়
জুড়ায় না আর বুকের ব্যথা,
ক্লান্তি নিয়ে হাঁটবো কোথায়
রোদ আঁটে না ফুটো ছাতায়।
বলতে আমি পারি অনেক
শুনবে বলো কে কার কথা,
কারচুপির এই আজব খানায়
খাটে না আর কোনো মাথা।
সময় এখন কার খাতে ভাই
সেও ছোটে ইচ্ছে মত,
বিভীষিকা দাপিয়ে বেড়ায়
জানি না কখন হবে গত।
আগমনের বার্তা শুনি
আসছে দেখো নতুন বছর,
ভয় তো এখন বুকে বাঁধা
ভিতর থেকে দিচ্ছে মোচড়।
তবুও মন খুঁজছে আলো
নতুন দিনের নতুন আশা,
তোমায় আমি দেখবো ভালো
মুছে দিও সব দুর্দশা।
স্বপ্নরা তাই আজও জেগে
প্রত্যাশারা গান গেয়ে কয়,
এসো এসো নতুন বছর
এবার আমি করবো জয়।
যন্ত্রণাময় "বিশে"র দাপট
ভুলতে চাই সবাই মোরা,
একুশের বন্দনা হোক
আনন্দে ভরুক বসুন্ধরা।
**************
**********
******
!!!
আসরের সকল সদস্যকে জানাই "২০২১" এর প্রীতিমাখা শুভেচ্ছা।