এলো যে তুষার ঝড়
শম্পা ঘোষ
গরমের উত্তপ্ততা কি ঝড়কে বয়ে আনে?
নাঃ...নাঃ...এটা ভুল...ঝড় নানা ভাবে আসতে পারে...
এই ধরুন না,গত বছরটা দারুণ গেলো...
আর নতুন বছর পড়তে না পড়তেই...
আচানক... নাঃ..নাঃ...আচানক বলবো না,
এর পূর্বাভাস ছিলো বেশ কিছুদিন ধরে...
হঠাৎ থমথমে পরিবেশ...
আসছে ঝড়...
হ্যাঁ তুষার ঝড়...
প্রবল শৈত্যপ্রবাহে শান্ত চারিদিক...
তোমরা ভাবছো আমি আটকে গেছি...নাগো,
এর চেয়েও ভয়ঙ্কর ঝড় দেখা আছে...কয়েকবার...
ঝড় ও থেমে যাবে...বরফ ও গলে যাবে একদিন...
সবই চলবে নিয়মমত...শুধু একটু সাবধানতা মেনে...।
*******************
***************
***********
********
*****
&&