একটু আকাঙ্ক্ষা
শম্পা ঘোষ

প্রতিটি মেয়ের মধ্যে নায়িকা হবার প্রবণতা থেকেই থাকে
               কজনের আর সিকে ছেড়ে,
হলিউড,বলিউড এমন কি টলিউডের যাবার সৌভাগ্য,
     তাই মনের মধ্যে সুপ্ত ইচ্ছা উঁকি দেয় সবসময়,
ঘরে বসে শত টিভি চ্যানেলে সিরিয়ালগুলোর দাপট দেখে
মনের অতৃপ্ত ইচ্ছা আবার চাঙ্গা দিয়ে উঠে যখন তখন,
    ওরা যদি বেনারসি পড়ে রান্না করতে পারে,
তবে ফেসবুকে নিজেকে দেখানোর এই তো সুবর্ণ সুযোগ,
  দেখুক না সকলে তার রূপ আর অভিনয়ের ছলাকলা
   এই প্রতিযোগিতায় নেমে পড়েছে অধিকাংশ মেয়ে,
           দিন রাত্রি চলছে তারই আয়োজন
            শুধু একটা লাইকের আকাঙ্ক্ষায়
     আর রইল নায়কের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায়।

                ****************
                    ************
                        ********
                            ****