একরাশ অবকাশ চিন্তারা ব্যথা দেয় বারবার
শম্পা ঘোষ
এখন বয়স্করা... বড়ই কোণঠাসা হয়ে গেলো,
নতুন প্রজন্মের চাপে...
রাস্তাঘাটে,হাটে,বাজারে পিল পিল করছে
যুবকের দল,
তবে সকলের হাতে ওই একটাই সঙ্গী
মুঠোফোন...ব্যস্ততা ঘাটতে ঘাটতে...
বয়স্করা... কোনো বেঞ্চে পায় না স্থান,
ওকুপাই করে নিয়েছে-
আগে থেকেই ওই উদভ্রান্ত যুবকের দল...
বয়স্করা... আজ হাঁটার জায়গা খোঁজে,
পার্কে পার্কে সে কি দাপট?
জগিং জগিং এ-
শরীর চর্চার কি হুজুগ?
সিক্স প্যাকের জৌলুস দেখায়
ওই আবার যুবকের দল...
বয়স্করা...ভাবে এমন ধারার
নামই কি ভবিষ্যৎ,
হয়তো হবে,
এখন একটাই কথা-
বড় বেড়ে গেছে ওরা (ওই যুবকের দল)...
বয়স্কদের...মতামতের কোনো মূল্যই
পায় না আজ,
জন্ম থেকেই সব কিছু-
জেনে গেছে ভাব(ওরা যুবকের দল)...
বয়স্কদের...আড্ডার অভ্যাসটা
থেকে গেছে আজও,
তাই ওরা গুটি গুটি পায়ে
প্রত্যেক দিন বিকেলে-
খালি স্টেশনে ফাঁকা বেঞ্চে বসে-
হাঁফ ছাড়ে এখনো,
মাঝে মাঝে দুলিয়ে দেয়
দূরপাল্লার দ্রুতগামী ট্রেনের আওয়াজ,
আধুনিক পদ্ধতির নিশানার ঝলকে-
চোখ ঝলসে যায়
আর বলে ওঠে লোকাল ট্রেনের
কি হাল দেখো?
ঢুক ঢুক করছে-
ঠিক আমাদের মতো...
তবুও তো চলছে ওরা,
প্রজন্মরা বুঝলো না আর
সন্ধ্যা নেমে আসে,
বয়স্করা...বাড়ি ফিরলো আবার
অবসর জীবন
চিন্তারা ব্যথা দেয় বারবার।
***********
******
**
!
"৭-২১-১৮"