তৃপ্তির ঢেঁকুর

কিছু মানুষ শুধুই ফোসে অন্যকে সে সদাই রোষে
  মাথার মধ্যে বুদ্ধি কষে দিনেরাতে বসে বসে
             ঘুম যে তার গেছে চলে
               অম্বল হয় কিছু খেলে              
ময়দার মত কেবল ঠাসে ওটাই করতে ভালোবাসে।


মায়ার বাঁধন

আমি আছি তবুও নেই এ যে বড় মায়া
দেহখানি শুধুই চলে সঙ্গে নিয়ে ছায়া
           ভাবখানি যাই উড়ে
           আমি যেন ভবঘুরে
জীবন দেখি চলছে সাথে ঠিক চলন্ত এক কায়া।
                                                    

এরা কারা

সব কিছুতে মূল্য কষে জীবনটা যার মূল্যহীন
এই ভবেতে পয়সাগুনে কত মানুষ কাটায় দিন
         স্বাদ পায় না খেয়েও খাবার
          ভয় পেয়ে যায় খরচ হবার
হাত গলে যায় সেই ভয়েতে বুক করে চিন চিন।

           ******************
               **************
                  ***********
                      *******
                         &&&