দুটোকেই যে ভালোবাসি।
শম্পা ঘোষ
সবাই এখন লিখছে রুবাই,বুবাই দেখি কলম হাতে,
সেও এখন দিল খুলে দেয়,কি যেনো সব লিখছে রাতে!
বলি ভায়া কি লেখো গো,ব্যস্ত দেখি তোমায় যে আজ,
লেখো তুমি আরো লেখো,লেখা পড়ে যেনো সবাই মাতে।
বুবাই বলে শোনো তবে,এবার লেখার মধ্যে দিচ্ছি যে ধ্যান,
তবে কানের কাছে বউটা এসে,করে যখন ঘ্যান,ঘ্যান,ঘ্যান!
তাই তাল কেটে যায় লিখতে গিয়ে,ভাবছি এবার বনে যাবো,
সেই না শুনে বউ রেগেছে,বলছে এবার তোর নেবো প্রাণ।
বুবাই এখন ফ্যাসাদে পড়ে,কাকে সে রাখবে মান,
বউ তার রেগে গেছে,করছে বসে অভিমান!
কলম তোমার আপন হলো,আমি তোমার হয়েছি পর,
ভালোবাসো কাকে বেশি,দেখাতে হবে তার প্রমাণ।
লেখা আমার আত্মা জুড়ে,ভালোলাগায় নেয় যে ঘ্রাণ,
বউ,তুমি আমার জীবনসাথী,তুমি আমার বাঁচার প্রাণ!
আমার মধ্যে আমিটা,শুধু ভাবনায় গড়ে কবিতা,
সতীন ভেবে ভয় পেয়ো না,আছে আমার বুকেই তোমার স্থান।
এই না শুনে বউও খুশি,দেখতে পেলাম মিষ্টি হাসি,
এখন আবার যত্ন করে,খাবার গুলো নয়কো বাসি!
গিন্নী,কলম দুটোই এখন,শান্ত আছে যে যার মত,
চুপিচুপি বলছি শোনো,আমি দুটোকেই যে ভালোবাসি।
"৪-৫-২১"
***************************
******************
**********
!!!!!!!
!!!
!