দুঃস্বপ্ন নিপাত যাক
শম্পা ঘোষ
সময়ের হাওয়া
অনুভবের তাওয়া,
ফোলে না যে রুটি
খিদে ভরা টুঁটি,
পিপাসায় কাতর
বুকে চাপা পাথর,
মরুভূমি মন
ক্যাকটাস বন,
কাঁটা বিঁধে গায়ে
ঝরে রক্ত পায়ে,
জ্বল জ্বল জলে
মরীচিকার ছলে,
আহত পিপাস
ঘন ঘন শ্বাস,
মৃত ভরসা
নেই কোনো দিশা,
ফিসফাস শব্দ
করে কাকে জব্দ,
উত্তাপে মর্ত
হলাহল আবৃত,
বাঁচা বড় দায়
অমৃত কোথায় পাই?
স্বপ্নের বাজী
এতটাই পাজী,
ঘুম কাড়ে চোখে
জল দিই মুখে,
কাটে না যে ঘোর
হয়ে গেছে ভোর,
হুবহু ছল
টিভি দেখার ফল,
নেই কোনো নিস্তার
মনে করে বিস্তার,
ভয়ে ভরা সংবাদ
দেখা থেকে বাদ,
আজ নিই ব্রত
বাজে হোক গত,
ঘুমাবো খুশিতে
বাঁশি বাজে সিডিতে,
মোহনের দরবার
দেখি আমি বার বার।
********
*****
*
৬-২২-২১