২০২৩-তোমায় দিলাম চাবি
                     শম্পা ঘোষ

              পার হলো একটি বছর
              শুনলো কত কচর-কচর
            লটকে পড়ে পেলো মোচড়
            ব্যথা জমালো বুকের ভিতর।

                ভিতর খন্ড মুখে হাসি
               নেবো বিদায় হবো বাসি
             উদাহরণ টানবে রাশি-রাশি
         ছিলাম বারো মাসের চুক্তির দাসী।

               দাসীর কর্তব্য হলো শেষ
               বদল করলো নতুন বেশ
             আবার উদ্দমতায় দেবে রেস
             উদযাপন করবে সকল দেশ।

              দেশে দেশে হবে হুল্লোড়
           রোশনাই,বাজির দেখাবে জোর
              কালকে হবে অন্য ভোর
            খুলে যাক সব শান্তির দ্বোর।

           দ্বোরের গায়ে কি আছে লেখা?
                ২০২৩ এ হবে দেখা
           আনন্দের আলো পড়বে রেখা
            সময়ের খুশিতে ভরুক শাখা।

             শাখায় শাখায় সুস্থ দোল
            শপথ নাও কোরো না গোল
             ভালো থাকার এটাই বোল
           নাচো এক সঙ্গে বাজাও ঢোল।

                 ***********
                     ******
                   "১২-২৮-২২"

   ভালো থাকুন সকলে "২০২৩" এর কোলে
    হাসি,আনন্দ ভাগ করে নিই  আসুন সকলে
  হৃদয় শুভ কামনায় ভরে উঠুক সুগন্ধিত ফুলে।