ধূর্ত শেয়াল গাইছে খেয়াল
শম্পা ঘোষ
ভরছে দেখো তকমার ঝুলি
কথা বিলিয়ে দিচ্ছে বুলি
সবাইকে বুদ্ধু ভাবো
হাত বুলিয়ে সবটি খাবো
চাটো চাটো আরো চাটো
এটাই তোমার মস্ত মোটো
পরিবেশটা করছো ঘোলা
সব কিছু যে রইল তোলা
তুমি ব্যাটা বলিহারি
মুখে বলো হরি হরি
হুক্কাহুয়া করছে শেয়াল
গলা ছাড়িয়ে গাইছে খেয়াল।
***************
***********
*********
******