ধরতে হবে হাল
শম্পা ঘোষ
এক টিন কেরোসিন আর একটা
দেশলাই যথেষ্ট
ছুড়ে দিলেই দাউ দাউ
কই জল কোথায় নেভাবার?
সব পুষ্করিণী শুকিয়ে খটখট...
কে দিলো কেরোসিন
কে দিলো দেশলাই
ভেবেছো কি তোমরাও একবার?
মাটি খুঁড়ে আনো জল
চেষ্টা করো বাঁচবার
এখনো সময় আছে-
পুড়িয়ে নয়...
হাত ধরো সবার
কন্ঠে কন্ঠে করো চিৎকার
ঘৃণা নয়-শান্তি চাই,
চারিদিকে জলের ফোয়ারা
আসবে ধেয়ে
ভিজে যাবে নেয়ে
উর্বর হবে মন
সতেজ সবুজ আনন
উজ্জ্বল কাঞ্চনে
ভরে যাবে ভুবন...
গেয়ে ওঠো সেই গান
"আমরা করবো জয়'
একদিন "নিশ্চয়"...
আস্থা হারিয়ে নয়,
সেই পথের দিশা
খুঁজতে হবে...
পুরানো ম্যাপটা নাইবা পেলে
নতুনভাবে ছক কষো আবার
ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে...
হয়তো তুমিই হতে পারো কান্ডারী
জ্বালাবে আলো
ঘোচাবে অন্ধকার।
*************
*********
******
***
*