ধোঁয়া ধোঁয়া ধোঁয়া
                শম্পা ঘোষ

       ভয় পেয়ো না ভয় পেয়ো না
               মুক্ত করো কথা,
           সংবিধানে লেখা আছে
               বাক স্বাধীনতা।

          ডাঁয়ে,বাঁয়ের চাপে পড়ে
              হচ্ছে চিড়ে চ্যাপ্টা,
        বাক্য এখন লুকিয়ে বেড়ায়
            খুঁজছে দেখি ঝোপটা।

          বলতে মানা বলতে মানা
            কে বাজাচ্ছে ঢোলটা,
     "প্যাঁক প্যাঁক প্যাঁক" যতই করো
             বন্ধ রাখো খোলটা।

       "ককোর কক" "ককোর কক"
            গলা হাঁকিয়ে ডাকে
         ঘুম ভাঙানোর অভিযোগে
         কেউ মারছে দেখো তাকে।

         "ম্যা ম্যা ম্যা" করছে যারা
           চিবিয়ে খাচ্ছে ঘাসটি,
           তারাও এখন বাকরুদ্ধ
          গলায় বেঁধেছে ফাঁসটি।

         "গ্যাঙর গ্যাঙ গ্যাঙর গ্যাঙ"
             ঘুমিয়ে আছে আজ,
         সময় কখন আসবে ভেবে
             করবে তখন কাজ।

       "ঘেউ ঘেউ ঘেউ"করছে কারা
           ওদের হয় না দোষটা,
          মুক্ত পথে গলা হাঁকিয়ে
        বলে- কি বলো তো কেসটা?

          উচ্চ প্রাণী মানুষ এখন
              মুখ বন্ধই রাখে,
           সংবিধান সেটা কেমন
           কোথায় সেটা মাখে?

        বাঁচতে চাই বলতে গেলে
            লড়াই করতে হয়,
            দম বন্ধ হচ্ছে হবে
             পাচ্ছে সবাই ভয়।

               ********
                    ***
               "১১-১৮-২২"