ধৃতির বিবরণ
শম্পা ঘোষ
মন বলে ওরে মন
আয় না রে কাছে
তোকে ছাড়া ভালোবাসা
কি ভাবে বাঁচে?
চাঁদ বলে আমি আছি
রাতটা হোক না
পূর্ণিমার রূপ নিয়ে
ভরে ওঠে জ্যোৎস্না।
জলছবির রঙে আঁকা
জীবনের দেওয়াল
মায়াবী স্বপ্ন চোখে
ভেসে ওঠে সওয়াল,
আড়ালে লুকিয়ে পড়ে
দুখী অমানিশা
ষোড়শ কলাতে গড়ে
চন্দ্রকলার দিশা।
অভিমান তারই মাঝে
বাসা কেনো বাঁধে
ক্ষয়ে যাওয়া মন সে যে
বসে বসে কাঁদে,
আশা ও ভরসা নিয়ে
বেঁচে ওঠার রীতি
ভালোবাসার অমৃত সুধা
তারই নাম ধৃতি।
**********
******
***
!
"৮-১৬-২০"