খোলা চোখের ভিতর দিয়ে
দেখো লোকের মুখ
নিজেকে চিনতে গেলে
কেনো কাঁপে বুক
দর্পণের স্বচ্ছ কাঁচে
বাহির রূপটা খোঁজে
আসল রূপটা লুকানো থাকে
তা অন্তর কেবল বোঝে।
মিথ্যার খোলস আভরণে
যারা শরীরটাকে ঢাকে
মুখোশ পড়া সমাজে
চিনবো কি করে তাকে?
সরলভাবে বাঁচে যারা
চায় না কারোর ক্ষতি
আঘাত কেনো তারাই পাবে
এটাই কি সমাজের নীতি?
বিশ্বাস নিয়ে চলতে গেলে
পায় যে তারা সাজা
অবিশ্বাসীরা বিচার করবে
কারণ তারাই সিংহাসনের রাজা।
বিভ্রান্ত হয়েই পড়ি
চোখকে রাখি অন্ধ
দিব্যচক্ষু পেতাম যদি
ওদের খেলাটা করতাম বন্ধ।
স্বার্থ নিয়ে লোভের ভাঁজে
ঠগবাজেরা মহান হয়
সৎ লোকেরা পিছিয়ে পরে
দুঃখ শুধু তারাই সয়।
চোখের উপর পর্দা ফেলি
তবুও রাখি চোখ খোলা
দুষ্টুদের হাতে ছড়ি
দুনিয়াটাকে করছে ঘোলা।
***************
***********
*******
****