দাঁড় ভাঙ্গা ঝাঁপ
শম্পা ঘোষ
সময় তোমায় বদলে দেবে
ধারাপাতের নামতায়
কালকে ছিলে সহজ সরল
আজ মোড়ানো রাংতায়।
উপদ্রব আগ বাড়িয়ে
মারবে জোরে ঠ্যাং
উপদেশে খাচ্ছে খাবি
মাথা মোটা চ্যাঙ।
দাঁড় ভাঙ্গা ঝাঁপ পাল্লা তোলে
অভ্যাসে হয় নত
উপস্থিতি খেই হারিয়ে
ছুটছে দেখো দ্রুত।
শব্দ চিরে রচনা বানাও
হাজার পুঁথির মালা
কাহিনীরা ঘামবে বসে
হতাশ বুকের জ্বালা।
ঘুলঘুলিতে রয় না বসে
ফুড়ুৎ পাখির মন
গা ভাসিয়ে ভিজছে দেখো
পাল্টে ফেলে ক্ষণ।
আম কুড়ানো জাম কুড়ানো
তেঁতুল গাছে দোল
আধুনিকতার ভুবনতলে
খাচ্ছে বসে ঘোল।
*******
***
*
"৩-১৬-১৮"