বাঁচাটাই পুরস্কার
শম্পা ঘোষ
হায়রে সময়
এ কিসের প্রেক্ষাপট,
চারিদিকে হুহু বাতাস আর হাহাকার
বেঁধে করছে দেখো জট।
এ এক অশান্ত ঢেউ আসছে ধেয়ে
করবে গ্রাস,
ভয়ে,আতঙ্কে চারিদিকে শুনশান
ছড়িয়ে পড়ছে শুধু ত্রাস।
বিষাক্ত জীবাণু বাঁধবে বাসা
কেড়ে নেবে প্রাণের শ্বাস,
দাও গো বাধা থাকো দূরে
এটাকে কোরোনা অবহেলা
কোরোনা অবিশ্বাস।
ঠিক যেন আঁধার নেমেছে সম্মুখে
গোটা বিশ্বের বুকে,
আশার আশায় উদগ্রীব মানুষ
কখন পাবে আলো
দেখবে নিজের চোখে।
কাতর হৃদয় অবাক বিস্ময়
দুচোখে ঝরে পড়ছে জল,
প্রভু দাও গো সুরাহা
বাড়াও সকলের মনোবল।
গোটা বিশ্ব আজ একই ছাদের নিচে
করো গো প্রার্থনা,
সাবধানতার প্রাচীরটাকে করো দৃঢ়
ওষুধ আসবে করবে রক্ষা
পালাবে তখন "করোনা"।
আবার আসবে শান্তি,জ্বলবে আলো
ফুটবে হাসি,নাচবে,খেলবে,
হাতে হাত ধরে ঘুরবে গোলার্ধ থেকে গোলাকার
সকল জীবন উঠবে জেগে হবে কলাকার
পাবে বাঁচার নতুন পুরস্কার।
********************
****************
***********
******
***
*