ছুঁচোবাজীর গন্ধ
শম্পা ঘোষ
হাতে গোনা কটা দিন
এখনো তো-
মাসই গড়ালো না
জনপ্রিয়তার বাহার দেখে
সত্যিই অবাক হই !
একেই বলে কপাল
ভাগ্য তুঙ্গে
উপরওলার সুনজরে
ভাবতেই হলো না
বসে গেলো ডান দিকে নাম...
ডান-বাম এখন পুরোদমে সক্রিয়
কে আর দেখে তাকে
এখন সবেতেই কেরামতি
গুঁতো মেরে উপদেশ বিতরণ
প্রশিক্ষণ বিনা পয়সায় বিলায়
চিঁ চিঁ শব্দ
পেয়ে গেছে গন্ধ
কিছু ছুঁচোও লোভে উম্মুখ
পিছনে পিছনে করে ধাওয়া
খোশামদের লাইন লেগে গেলো...
একবার পাতে পড়লে
সেকি চাটাচাটি
ঘ্যাউ-ঘ্যাউ,ম্যাউ-ম্যাউ
করে চলে কাড়াকাড়ি
পরিবেশ,পরিস্থিতি আজ নাগালের বাইরে
ভালো মানুষ পাবো কোথায়
সবাই তো ঘরবন্দী...
এখন ওদেরই রাজত্ব
করুক না উৎপাত
সত্যি মানুষ যখন বাইরে আসবে
বুঝবে ঠেলা।
**************
**********
******
**
!