চলো এবার দুজনে মাতি
শম্পা ঘোষ
কবি...সত্যিই কি আনন্দ পাও
তুমি যা লেখো?
শোনো রাগ কোরো না!
সব আবেগই ভালোবাসা হয়ে ওঠে না,
তোমার হাসি কেনো মিলিয়ে যাচ্ছে?
সত্যটা বললাম বলে?
ভয় পেয়ো না............আমি তো কেহই নই!
চাঁদের সৌন্দর্য কি চাপা দেওয়া যায়?
"ও" তুমি ও পারবে না!
যার রূপ আছে সে এমনিই বেরিয়ে আসবে,
কি ঠিক বললাম না?
সবই লুকোচুরি খেলা...
আড়াল করা ও আড়ালে থাকা,
ও যে সাময়িক...
জাগতে হবে আলোর বিনিময়ে,
অনুভবের স্পর্শে,
রসালো শব্দের টুকরি,
স্বাদ ও গন্ধে জুড়ে থাকবে তোমার বক্ষে,
খুলে দাও খুলে দাও দ্বার,
আসুক না ওর মত,
ভেবো না... এ তো কিছুই নয়!
দেখো না তোমার বুকে জমে গেছে
কত কথার পাহাড়!
নামিয়ে দাও নামিয়ে দাও,
হালকা তো হতেই হবে?
নাহলে এই বোঝা বইবে কেমন করে?
তার জন্যই তো আমি আছি,
পেতে দিলাম আমার আঁচল।
কি কবি,...এবার তো বুঝেই গেছো?
রাগ কোরো না,...চলো হাত ধরি...
"ইতিউতি চড়ুইভাতি
চলো এবার দুজনে মাতি"।
"২-৪-২০"
*******************
**************
********
***
!