চোখের ভাজে সত্য খোঁজে
           শম্পা ঘোষ

       ভাবি আমি একাই বসে
     মাথার উপর মেঘটি ভাসে।
   পাল তোলা মন ছুটছে দেখো
    বলছি ওরে রোখো রোখো।
     থামার এবার সংজ্ঞা খুঁজি
      ভাবনা দিয়ে একটু বুঝি।
   জলের স্রোতে নেইকো ধারা
     পাথর জমে হচ্ছে খাড়া।
    সময় বুঝে নাও ভেরালাম
  কোন ঘাটেতে আটকে গেলাম?
     অচিন পুরে অচিন দেশে
    ঘুরছে মানুষ নানান বেশে।
   তাদের কথার ঘোর বুঝি না
  মুখ দেখে তো কেউ সুখী না।
     তবুও তারা মানুষ বলে
    বেঁচে আছে নানান ছলে।
   থমকে গেলো ভাবনা কখন
     এটাই কি সত্য দেখন?
    মুখ খুললাম বলবো বলে
  পাশ দিয়ে সব গেলো চলে।
   কথা বলার এ কি মাধ্যম?
     যন্ত্র করে বকম-বকম।
     কাছে এসে বলি ওগো
    মুখটি তুলে মুখটি দেখো।
     মগজ তাদের বড় ব্যস্ত
     খেয়াল,খুশি করে ন্যস্ত।
      দুস্থ সমাজ পক্ষপাতী
     ধারায় চলে মাতামাতি।
   ভাবনার পাল গুটিয়ে রাখি
   অনেক দেখা এখনো বাকি।
      যন্ত্র এখন চড়ায় দাম
   ওরাই এখন করুক কাম।
    নতুন প্রন্থা নতুন সাজে
   ভাবি না আর আজেবাজে।
   এখন আমি আকাশ দেখি
      সুস্থ মনে স্বপ্ন আঁকি।

         *******
            ****
               !

"৭-৩১-১৭"