চোখে চোখ পিয়াসে
শম্পা ঘোষ
দিলরুবা মেহবুবা
যত ভাবনার সলতে
মোমবাতির আয়ুকমে
কখন গলতে গলতে।
চাকচিক্য ডিনারের
মৃদু আলো আভাসে
ভালোবাসার কথা কয়
চোখে চোখ পিয়াসে।
স্বাদ ভরা খাবারের
নানা টুংটাং শব্দ
গল্পরা জমে ওঠে
করে কাকে মুগ্ধ।
অনুকরণ অনুভবে
এখন মাখামাখি চুম্বন
প্রাশ্চাত্যের বারিধারায়
ভিজে ওঠে প্রাঙ্গন।
টলটলে মহব্বতে
দেখে শরবতের ছলকা
দিল করে ধক ধক
ভেবো নাকো পলকা।
দান কেটে চাল দেয়
খেলা হয় এলোমেলো
ভবিষ্যতও ভাবে না
পায় না তো কোনো আলো।
বারবার বদলায়
দামী রেঁস্তোরার ঠিকানা
আকর্ষণ করে না
মেকি প্রেমিকার আনাগোনা।
মন বলে থেমে যা
দেখ না রে চোখ মেলে
হৃদয় তো বলে দেবে
সেই মুখ কাছে পেলে।
ডেটিং এর নামে আজ
প্রেমের এই অন্বেষণ
সব দুনিয়ার তালে চলে
মন বলে নাচ এখন।
****************
*********
****
*
!
"৬-৮-১৭"