আজ অজ্ঞানেরা দিচ্ছে জ্ঞান
     চারিদিকে করে ভ্যান ভ্যান
    জ্ঞানীর চোখকে দেয় যে বেঁধে
    বলে,আমরা জ্ঞানী তোমরা ক্ষুদে
      তাদের হাতে অগাধ টাকা
      চলার পথকে করছে বাঁকা
        মন্ডা মিঠাই খাচ্ছে যত
        ফন্দী আটছে শত শত
     ভয় দেখানো গায়ের জোরে
        লুটছে তোমার ভরছে ঘরে
        ছাপোষারা কেঁদেই মরে
        চোখের জল মাটিতে পড়ে
        প্রযুক্তি আজ উঠছে ফুলে
        গা ধুতে হয় তোমায় ছুঁলে!
ভ্যান ভ্যান আর কান্নাকাটি মিলেমিশে হয় একাকার    
স্টিয়ারিং তো ওদের হাতে রক্ত মোছো ওদের চাকার।

                  
          *****************
               ***********
                  ********
                      ****