চিত্রাঙ্কিত মনোগ্রাফ
শম্পা ঘোষ
মনই হচ্ছে আসল ব্যাপার-
কাকে তুলবে,কাকে নামাবে,
কাকে রাখবে,কাকে কাটবে-
সবই মনের দ্বারা নির্ধারিত...
আজ যা কিছু ঘটছে এই পৃথিবীতে
ভালো,মন্দ এমনকি ধ্বংস
সবের পিছনে মন...আছে অবধারিত।
কি দাদা আমি কি ভুল বললাম
কি ভাই তোমার কি মনে হয়
কি দিদি আপনিও কিছু বলুন
একই প্রশ্ন শুনে শুনে সবাই অভ্যস্ত...
এমন কি হয়ে গেছে তাদের মুখস্থ।
এটা "গলগলি" নামে এক বৃদ্ধা অন্ধ মহিলা
প্রতিদিন কর্ড লাইনের লোকাল ট্রেনে উঠতো
একটা লাঠি হাতে ও কাঁধে একটা ব্যাগ নিয়ে,
মুখে বলে যেত ওই একই কথা...
আর আস্তে আস্তে কাঁধের ব্যাগ থেকে
বার করতো সুগন্ধ ধূপ
ঝপাঝপ বিক্রি হয়ে যেতো
কিনতো ওর চেনা অচেনা যত ক্রেতা।
সেই সব তো অনেক দিনের কথা-
খুব ছোটো ছিলাম তখন,
বড় মনে পড়ে আজকে কেনো
সেই মনই পারে ধরে রাখতে তারে...
এখন আমি জানালার কাঁচ দিয়ে
বাইরে তাকিয়ে ভাবি
কি প্রাসঙ্গিক ছিলো ওই সব কথারা,
কথারাও ফিরে আসে বারেবারে।
যে চোখে দেখতে পেতো না
কিন্তু এই পৃথিবীকে চিনলো কিভাবে...
জানতে বড় ইচ্ছে করে
দেখার উপর মন,
না...মনের উপর দেখা
এ যে বড়ই বিস্মৃতি
তাই জেগে উঠি ভাবে অনুভবে।
************
********
****
**
!