চিত্ররেখা
শম্পা ঘোষ
ও মন তুই কোথায় গেলি
আয় না আজ ফিরে
তোর সঙ্গে আছে কথা
বলবো ধীরে ধীরে।
বসন্ত তো এসে গেছে
সারা বাগান জুড়ে
গাছগুলো সব মাথা তুলে
উঠছে ভুঁই ফুঁড়ে।
পাখিরা সব আয় না হেথায়
কর না কেচর মেচর
তোদের ডাকে সাড়া পেলে
মনে কাটবে কত আঁচড়।
বাতাস দেখি বড় থমথম
বলছে যেনো ডেকে
সেও এখন ভেঙচি কেটে
যাচ্ছে কেমন বেঁকে।
সময় এখন বড্ড ভয়াল
করছে তোলপাড়
আলো আছে তবুও কেনো
লাগছে চোখে আঁধার।
পৃথিবীটা ঘুরছে ঠিকই
সময়টাকে নিয়ে
বাঁচার জন্য চলছে লড়াই
মন যাচ্ছে কেনো নুয়ে।
আশ্বাস আর বিশ্বাসে
বাঁধেনা কোনো ডোর
ওদের আশায় বসে আছি
দেখবো কখন ভোর।
আয়রে মন আয়রে ফিরে
থাকরে ঘরে বন্দী
একা একা থাকবি ভালো
নাইবা হলো সন্ধি।
মনই পারে বুঝতে নিজে
কিভাবে ভালো থাকা
মনের তুলি বোলাও মনে
হওগো চিত্ররেখা।
***********
*******
****
*