চিত্রফলকের স্বপ্ন
              শম্পা ঘোষ

   বিচ্ছেদে মাতে রঙ,তুলি আজ
          পায়নি সাদা খাতা
    ছবিখানি তাই আঁকবে কেমনে
    ওদের আঙুলই হয়েছে ভোঁতা।

   লুকানো অভিমান জমাট বেঁধেছে
         হারিয়ে গেছে যত রঙ
      তুলির ডগায় খসখস করে  
          দেখায় সে বড় ঢঙ।

        ইজেল ঘর শূন্য পড়ে
        শুধু বেদনা ভরায় বুক
    রঙ,তুলি তোরা আয় না ফিরে
        ফিরিয়ে দে ওদের সুখ।

     লেপটে থাকা জীবন ওদের
         কে দিলো রে দৃষ্টি
    কেঁদে কেঁদে ভিজিয়ে দিলো
         ঝরুক এবার বৃষ্টি।

    স্বস্তি আসুক দুটি প্রাণ জুড়ে
       জল রঙে আঁকুক ছবি
   ওদের হাতেতে উঠবে জেগে
         এক উষার রবি।

   কাঠামোই পারে মুছে দিতে
       পুরানো বুকের ক্ষত
   রঙ,তুলি,আজ হয়েছে বন্ধু
       আবার আগের মত।

পরিচয়হীন ভেবো না আমাকে
      আমি যে চিত্রফলক
আমার বুকেতে হোক না জনম
     দেখুক এবার ভূলক।

     ************
        *********
            *****
               **
                !