ছেঁড়া পাতার জীবনগাঁথা
শম্পা ঘোষ
বিবর্ণ ওই ছেড়াপাতা
পড়ে আছে মাটির উপর
পা মাড়িয়ে যায় সকলে
রাখে না কেউ তার খবর।
একদিন তো ছিলো সবুজ
ঝুলতো ঐ গাছের ডালে
ঝরটি দিলে গা দুলিয়ে
সামলে নিতো খেলার ছলে।
বয়েস তাকে করলো হলুদ
হলুদ থেকে আরও ফিকে
বোঁটা তার আলগা হলো
ছিঁড়ে গেলো কখন শিকে।
গাছটি দেখো দাঁড়িয়ে আছে
আমায় দেখে কাঁদে না তো
লক্ষ লক্ষ পাতার ভারে
সেজেছে যে নিজের মতো।
ভাবছি আমি ধুলোয় শুয়ে
আবার যদি জীবন পেতাম
কচি কচি পাতার ভিড়ে
কখন যেন হারিয়ে যেতাম।
জীবনটা তো বড়ই ছোটো
শুধু পাতার গায়ে রঙের বদল
খসার আগে বাজিয়ে নিও
নেশা ধরা ধামসা মাদল।
******************
***************
***********
*******
***
*