চেনা হয়েও হয় অচেনা
শম্পা ঘোষ
স্থায়িত্ব থেকে যাবে
মনের কিনারে
সম্পর্ক যাক না সরে
যতই সে দূরে
স্মৃতিভরা নয় শুধু
রঙিন এ্যালবাম
মোছা কি এতই সহজ
খামে রাখা নাম
জ্বল জ্বল সত্যরা
আজ কেনো থেমে
বহুকাল আগে যারা
ভেসেছিলো প্রেমে
দুটি মন দুটি দেহ
পাগলের দশা
ঘোর লাগা ভাবনারা
মাখে ভালোবাসা
অঙ্কুরের দানাটাকে
করেছিলো রোপণ
ভালোবাসা ছিলো কি
ছিলো তাতে মন
ছাদের নীচেতে ছিলো
দুটি মাথা গুঁজে
মন নেই প্রাণ নেই
মায়া মিছে মিছে
চাওয়াতে পাওয়াতে
ছিলো কত শত খাদ
হিসাবের গরমিল
আজ বসে বসে কাঁদ
উবে গেলো স্বপ্নরা
উবে গেলো সুখ
আজ কেনো ছাড়াছাড়ি
দেখে নাকো মুখ।
**********
*******
*****
***
*