চাটুকার
শম্পা ঘোষ
কর্তা এখন ঝালমুড়ি খায় লঙ্কা দিয়ে চিবিয়ে
স্যাঙাত একটা জুটেছে যাকে সদায় রাখে দাবিয়ে
হ্যাঁ এর ঘরে না বসলে
কর্তা দেয় যে খাবলে
স্যাঙাত এখন বুঝে গিয়ে চলছে দেখো বাগিয়ে।
আত্মীয়
চাচা বলে ওরে ভাইপো চলতো গিয়ে দেখি
ঘরের ভিতর থাকবো নারে পড়ে যাবো ফাঁকি
মিষ্টি মুখে বলবো কথা
ভরিয়ে দেবো সবার পাতা
আর কটি ঘর ঘুরতে হবে যা এখনো আছে বাকি।
আঁতাত
ভাইয়ের এখন বেড়েছে মান
হেঁকে বলে মিষ্টি আন
অনেক দিন পরে
কে এসেছে ঘরে
ও যে আমার মেহেরবান।