চর্চা
            শম্পা ঘোষ

  শয়ে শয়ে লিখে চলে কত কবি গণ
  শব্দ মাত্রা গুনে বানাতে হবে সনেট;
  আমি শুধু বসে বসে দেখি যে এখন
  কার লেখা কত জোর স্কুটি না বুলেট!
   ভটভট শব্দতে স্পিড তোলে যখন
   মন বলে ছুটে চল হবে নাকো লেট;
   ভাবনার জাদুবলে উড়ে চলে ড্রোন
  পৌঁছাতে হবে তাই ভাড়া নিলাম জেট!

  কারা যেনো বলে শুনি কেনো দাও রেস
    আমিও শিখবো আজি তাই ছুটে চলি,
  ওরা কারা ছিলো,কেনো দেখি নাই ফেস
    সব ফেলে তুলে নিই সনেটের ঝুলি,
  মনকে সাজাবো আজ পরাবো যে ড্রেস
  এবার আঁকবো ভাবে হাতে নিয়ে তুলি।

         *************
             *********
                 *****
                     !!
"৩-১২-২১"