চাখার স্বাদ পাবে
শম্পা ঘোষ
নিজেই ভাজছে মুড়ি
নিজেই চিবোচ্ছে
আর বলছে কি মুচমুচে...
আরে অন্যের মুড়ি
না চেখেই বলে উঠে
এটা কি মুড়ি হলো...
এটাই তো স্বভাব
শুধু কড়াইয়ে ফেললেই
চড়বড়...
খোলা বাতাসে রাখো কিছুক্ষণ
সবই যাবে মিইয়ে
চুপসে ...
দাঁতে যাবে আটকে
তখন কি করবে
চাঁদু?
তাই একটা কৌটো দিলাম
ভরে রাখো সামলে...
সময় করে তেল মেখে খেও
পাবে স্বাদ...
কাউকে না দেখিয়ে...
হাতে একটা লঙ্কা
খেও চিবিয়ে চিবিয়ে।
**************
************
********
*****
**
!