বুক পেতে সয়
শম্পা ঘোষ
ও মেঘ তুই গোমড়াস কেনো
একটু না হয় ঝর
আকাশ বুকে দাবড়ে বেড়াস
ডাকিস কড়কড়।
মন খারাপ হয় তো বুঝি
জমা কালো আঁধার বুকে
বলতে কেনো পারিস না তুই
খুলে সব কিছুটা মুখে।
তোর গায়ে কোন আঘাতে
কালোর পরে ছাপ
ভুল করিস নি তবু রে তুই
সহ্য করিস চাপ।
কষ্টের ও তো বোঝা আছে
বইবি কত আর
হালকা হবি কাঁদনারে তুই
কর না ওরে বার।
এই না শুনে দুখী মেঘ
খুললো মনের দ্বার
কান্না তার বৃষ্টি হয়ে
নিচ্ছে ভীষণ আকার।
স্বাধীনতা পেলো এবার
আর পায় না ভয়
যন্ত্রণা তার যাচ্ছে ঘুচে
হচ্ছে দেখো ক্ষয়।
ও মেঘ তুই কেমন আছিস
বলি আবার তাকে
সাদা মেঘ বুঝিয়ে দেয়
হাসির ফাঁকে ফাঁকে।
মেঘ তখন বললো তারে
তুমি কেমন আছো
আমার কান্না বৃষ্টি নিয়ে
কেমন ভাবে বাঁচো?
ধরিত্রী তখন বললো খুলে
ওরে আমিই সেই জন
লুকিয়ে রাখি সবার কষ্ট
আমার আছে মস্ত বড় মন।
************
*********
******
***
!!