বৃষ্টিকে কে করলো অপহরণ
শম্পা ঘোষ
এখানে বর্ষা আসে না...
এখানে বৃষ্টি আসে,
কিন্তু সেও এখন আসে না...
কে তাকে করলো অপহরণ?
এ সব "খরার"কাজ,
তাই চারিদিকে খবরে খবরে
ছড়িয়ে পড়ে গরমের প্রতিবেদন...
জানি না অবশেষে
"বৃষ্টি" আসবে কি ফিরে?
সেই আগের মত,
তার চেনা সুরে...
ঝমঝমিয়ে পড়বে করবে সিক্ত...
বলবে আমি আছি,
কেউ পারবে না-
করতে আমাকে অপবিত্র।
*********
*****
!!!
!
"৬-২০-২৩"
যেন মুক্তোর ধারা
কিন্তু কোথায় বৃষ্টি আর পারিনা
গরমে পাগলপারা
খুব সুন্দর কবিতা কবি। ভালো লাগলো খুব। অনেক শুভকামনা।
তবে হয়ত আসবে না আগের মত। বৃষ্টি কে আমন্ত্রন জানিয়ে যারা কাছে টানত তারা যে বিপন্ন। এই দুর্ভোগ আমাদের পোহাতেই হবে।
ভালো লাগা রেখে গেলাম বোন। শুভেচ্ছা নিরন্তর, ভালোথেকো।
ভীষণ ভাবে হৃদয় ছুঁয়ে গেল।
খুবই ভালো লাগল
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
একথা একেবারেই সত্য।
তবে বৃষ্টি হবে না পরাভূত।
আসবে বৃষ্টি হবে আপনার মনপুত।
ধন্যবাদ কবি।
বেশি বেশি করে আঁকেন বৃষ্টির ছবি।
একবার নামলে থামতে চাইবে কি না সেটা আরেক চিন্তা!
সময়ের সাবলিল উচ্চারণ!
মুগ্ধতা রইল অশেষ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
খুব ভালো বিষয় এবং কাব্য!!
ভালো থেকো সখী সবাই কে সাথে নিয়ে।
অনেক ভালোবাসা রইল তোমার জন্য।
আমার শুভ রাত্রি। তোমার সকাল----
অবিরাম ভালবাসা ও শুভেচ্ছা রইল।
মন ভরে গেলো ।
মুগ্ধ ! মুগ্ধ ! মুগ্ধ হলাম প্রিয় কবি ! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল কবিতার পাতায় । শুভ কামনা রইল শ্রদ্ধেয় বরেণ্য জ্ঞানবান কবি ।
বৃষ্টির সাথে বরুণদেবের বিচ্ছেদ হয়ে গেছে।
তাই বৃষ্টিকে আর পুরোনো ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বেঁচে আছেন না আত্মঘাতী হয়েছেন বোঝা যাচ্ছে না। সবাই খুঁজছে।
তবে বৃষ্টির সাথে আমাদের সবার হৃদ্যতা ছিল অসীম।
তাই হয়ত আমাদের টানেই আবার ফিরে আসবেন।
অনেক অনেক শুভেচ্ছা জানাই, প্রিয় সম্মানিত কবিবোনকে।
অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচছা, প্রিয় কবি।
নির্ঝর***
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে শুভকামনা শুভেচ্ছা অশেষ । ভাল থেক সদা ।