বড়ই তেল তেলে
শম্পা ঘোষ
মান দেয় ধ্যান দেয় তেল মারে রোজ
স্বার্থটা বাগিয়ে ধরে ব্যাপার কি খোঁজ?
চামচার মতলব বাপ্পাদাও বোঝে
ধুতিটাই সামলায় কাছা ধরে গোঁজে,
হালচাল বেসামাল মানে নাকো নীতি
চোখ,কান বোঝা ভার ঝলকানো প্রীতি,
কঞ্চি আর বাঁশঝাড়ে পরিচয় সূত্র
কোন ব্যাটা হাঁক দেয় বলে কার পুত্র?
জানাজানি মানহানি করে চলে বেশ
প্রথারই দরদাম কবে হবে শেষ?
ভর্তুকির ব্যবসায় মর্যাদা ফুসছে
গোঁজামিলে বন্টন কাকে সেরা বলছে?
ভ্যাংচা কাঙালের লকলকে জীভটা
তেল দিতেই ব্যস্ত বোঝো তার ভাবটা।
*****************
********
"৫-১০-১৯"