বড় ক্লান্ত আজ
শম্পা ঘোষ
পড়ন্ত বিকেল ক্লান্তি নিয়ে
ফেলে দিনের ঝাপ
শ্বাস ফেলে যায় ঘামটি মুছে
ঘুচবে এবার তাপ।
সাঁঝবাতিটা সজাগ হয়ে
দিচ্ছে ভরে আলো
ওর ক্ষমতা মুছবে বাকি
অন্ধকারের কালো।
নিঝুম আঁধার রাতের বোঝা
স্বপ্ন দেখে না আর
গুমরে মরে সময় চিরে
কখন হবে পার।
আলসেমিতে ভুগতে থাকে
বন্ধ ঘরের দ্বোর
আসবে কবে দেখবে তবে
নতুন একটি ভোর।
কোন অজানা নয়কো চেনা
এ কেমন ধারা দিন
ভার ঠেলতে দম কেড়ে নেয়
সম্বল হয় ক্ষীণ।
রুক্ষ দুপুর মনমরা আজ
শুষ্ক বাতাস বহে
বৃষ্টি কোথায় ভিজতে যে চায়
গ্লানি যাক না ধুয়ে।
দিনের এই প্রহর গুনে
অবসর নেয় ক্ষণ
নিদ্রা এসে জড়িয়ে ধরে
বিশ্রাম করুক এখন।
*****************
*************
*********
*****
!!!
!