বলোতো কোন খনি
শম্পা ঘোষ
তেল চিমটে ঘাপটি মেরে
সামলে ফেলে বেশ
কোন স্বার্থে মারবে ঘাটি
দিচ্ছে এবার রেস,
তড়তড়িয়ে উঠবে গাছে
ফলটি নেবে পেড়ে
সুপ্ত আশায় রপ্ত থাকেন
বুদ্ধি ঘটে নেড়ে,
দাদার কথায় উঠেন বসেন
দিদির কথাতেও তাই
কোন খুশিতে উঠবে চড়ে
আমদানিটা চাই,
মন্দ কথার ধার ধারে না
কান কাটা যার ফন্দী
উপযুক্ত সময় বুঝে
সুযোগ করে বন্দী,
কোন ললাটের গোপন হাসি
কড়কড়ে নোট গোনে
কার কুয়াতে গভীর জল
জোরসে দড়ি টানে,
বালতি ভরে আঁচলা তোলে
শুদ্ধ নয়কো পানি
লোক দেখানো পিপাসা মেটান
গলাটি ভেজান জানি,
সংক্রামিত হচ্ছে সমাজ
রোগের প্রকোপ ভয়াল
সব আঁশেতেই তেলতেলানি
সে কাতলা কিংবা বোয়াল,
কোন উপমায় মালা সাজান
কোন ফুলেতে রঙ
নকল মালি নকল ডালি
আজ দেখায় শুধু ঢঙ,
তেলের বাজার বড় হাহাকার
ওরে চলবে কিভাবে গাড়ি
তবুও এই বাজারেও তেল মাখিয়ে
মানুষ তুলছে কেবল বাড়ি।
************
******
"১-৭-২২"