বদলে গেলো পৃথিবীটা
শম্পা ঘোষ
মানুষের চলাচল
ছুটন্ত গাড়ি
ভকভকে দূষিত ধোঁয়া
কার্বন পার্টিকল রন্ধ্রে রন্ধ্রে
ফুসফুসে জোরে জোরে টান
সবই তো অভ্যস্ত হয়ে গিয়েছিলো
মানুষের চেনা এই পৃথিবীতে...
আধুনিকতার উত্তাপে সেঁকছিলো শরীর ও মন
ঝলসে নেওয়া বাদামী রঙে এক তৃপ্তির উল্লাস
আহ্লাদে আত্মহারা আলাপে প্রভাবে
সংকীর্ণতার গন্ডি কাটতে কাটতে
পৃথিবীটাকে হাতের মুঠোয় ভরে
লোফালুফি...
চেনা,জানা ও মানার নতুন কৌশল
গা ভাসিয়ে মানুষ উঠছিলো,উড়ছিলো
উর্দ্ধমুখী...
মাটির দুনিয়াটাও বিধ্বস্ত,ক্ষতবিক্ষত
অত্যাচার চলছিলো প্রতিনিয়ত
আঘাত সইতে সইতে মাঝে মাঝে
নাড়া দিয়ে ওঠা
সেটাও দেখতে দেখতে
গা সওয়া ভাব...
কিন্তু একি হলো
এ কিসের সংকেত!
এক নিমেষে হয়ে গেলো ওলট-পালট
চেনা পৃথিবী হয়ে গেলো অচেনা-
দমে গেলো সেই কৃত্রিমতার আচ্ছন্ন
পা পড়লো মাটিতে
বুঝতে শিখলো
বাঁচার জন্য ও সব কিছুই নয়,
ভয়ার্ত সময় বুঝিয়ে দিলো
কোনটা আগে---
জীবন্ত "তুমি",
জীবন্ত "আমি",জীবন্ত "সে",জীবন্ত "ও',
তিল তিল করে গড়ে তোলা
এই সবুজ পৃথিবী...
ভয়ের খোলোস থেকে বেড়িয়ে
চোখ ফোটে যদি কখনো,
ভেবে দেখো একবার
জীবনই "অমূল্য"
বাকি সব বকবাস।
*****************
*************
********
****
*