হিসাব করে পাই না খুঁজে
লাভ,লোকসান জীবন খাতে
সহ্য দেখি মুখটি বুজে
ঘুম ভেঙে যাওয়া গভীর রাতে।
বাঁচবো বোলে শ্বাসটি নেওয়া
স্মৃতির পাতায় মিথ্যা ভরে
হৃদয় মাঝে প্লাবন বওয়া
অন্ধকারে অশ্রু ঝরে।
হাসির কোটা যায় ফুরিয়ে
নিরস ব্যথা চোখের কোনে
স্বপ্নটাকে হাত বাড়িয়ে
ধরতে গেলাম অবশ মনে।
সূর্য দেখি মাথার উপর
রৌদ্র,ছায়ায় করছে খেলা
সজীব হলো খুশির বহর
কিভাবে যেনো কাটলো বেলা।
নিভে যাওয়া সলতে খানি
আবার দেখি উঠলো জ্বলে
বিশ্বাসটা আছে মানি
জীবন কখন এগিয়ে চলে।
**************************
********************
***************