বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
             শম্পা ঘোষ

      ওরে মন ওরে অবুজ মন
           তোর দুয়ারে
              বিছিয়ে দিলাম
একটি সুস্থ জীবন।

          শান্ত শীতল রৌদ্রছায়ায়
      ভরুক যখন তখন
                তোর সুখেতে দুই বাহুতে
            বেজে উঠুক কাঁকন।

  খাঁ খাঁ ওই তাপের জ্বালায়
           পুড়ে যাস না
        বাদল আসুক তোর আঙনে
খুশিতে ভিজ না।

    ভালো থাকার মন্ত্রটাকে
খুঁজি চল আজ
          ও মন তুই ভালো রাখ
এটাই তোর কাজ।

      পরিস্থিতি বড্ড চাপের
বড্ড ভয় হয়
           তবুও মন ভালো থাকিস
হস নারে তুই ক্ষয়।

      তোকে করতে হবে জয়।

          ********
             *****
                !!!

দিনটাকে স্মরণ করে লেখা
মনের পাতাতে হলো যে দেখা
সবাই ভালো থেকো
মনকে সুস্থ রেখো।

১০,১০,২০২০