বিরামহীন চলচ্চিত্র
শম্পা ঘোষ
আদিখ্যেতা বাড়াবাড়ি
ছিন্ন করে ভিন্ন
পরখ ছাড়া চাহিদা মেটায়
বলে ওঠে ধন্য।
হঠাৎ হঠাৎ উল্কা হয়ে
কল্কেতে দেয় টান
খিদার জ্বালা মেটাবে কিসে
করতে থাকে ভান।
চটক কথা নাটক করে
চমক লাগায় জোর
চোখের ভাজে লালের আভা
নেশা নেশা ঘোর।
সঙ্গ ছাড়া রঙ্গ বৃথা
মঞ্চে অধিষ্টান
খালি হাতে ভিক্ষা মাগে
কে করবে দান।
আদর্শ আজ হয় না কেহই
ঘটনাতেই মশগুল
ব্যবসা করে রঙ চড়িয়ে
সওদাতেই সব ভুল।
প্রেম পিরীতির নামটি করে
খেলে বহুজন
রহস্যের জালটি বুনে
কাঁদে কারোর মন।
ঘড় ঘড় ঘড় শব্দ তোলে
কষ্টে বিলায় শ্বাস
আবর্জনায় পড়ছে ধুলো
সময় হচ্ছে দাস।
ঘাটতি কথায় যুক্তি কষে
গুগল ঘেঁটে ঘন্ট
সবজান্তা মাতব্বরি
ওস্তাদে নাম স্যান্টো।
পাগল যদি ছাগল ডাকে
কুকুর বলবে কথা
মানুষ এবার বিরল হবে
খুঁজবে কোথায় মাথা।
দুনিয়া এখন কার দখলে
চলছে উপহাস
কবির কলম লিখছে ঘষে
নেইকো কোনো উচ্ছ্বাস।
************
******
!!
"১-২২-২২"
বাস্তবে কবি বন্ধুর মস্ত বড় জ্ঞান।
শুভ কামনা নিরন্তর প্রিয় কবি বন্ধু
ব্যাঙের ডাকে খেই হারাবে
বাঘের সুরেল ক্ষণ,
শীত কালেও ডাকবে কোকিল
পেতে সখির মন।
সুন্দর উপমার সমাহারে অনন্য রূপক কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
এ যে যাপিত বাস্তবতার নিরিখে লেখা অনিবার্য প্রতিক্রিয়ায় বিষযুক্ত তীব্র সত্যি বলতে পারার সীমারেখা ভাঙার প্রবনতা।
ভালো লাগলো দারুণ কবিতা পড়ে
সে তো আসে হঠাৎ কখনো,
তবে লিখেছেন বেশ!
শুভেচ্ছা সতত প্রিয় কবি।
উড়ছে উড়ো খৈ,
পি এন পি সি ডজন খানেক
কাড়ছে সবার মই।
অনবদ্য কবিতা পাঠে মুগ্ধ প্রিয় কবিবোন।
শুভেচ্ছা জানাই নিরন্তর।
অফুরান শুভেচ্চা ও ভালবাসা রইল।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
খুবই ভালো লাগল
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
রূপকের অনেক কথা ।
সুন্দর বিচার- চিন্তনের কাব্য প্রকাশ , মুগ্ধ ।
শুভরাত্রি , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
নয় অযথাই স্তুতি
বিরামহীন চলচ্চিত্র
যুগের হাল চিত্র
সুন্দর কল্পচিত্র
সবজান্তার চরিত্র
এঁকেছেন বিচিত্র
ভালো লাগলো বেশ
হৃদয়ে রইলো রেশ।
লিখুন আরো আরো
কাব্য জগত করি আলো।
আশীর্বাদ অগনন
ভালো থাকুন সর্বক্ষণ।
বাড়াবাড়ি / বারাবারি
দেখবেন একটু চিন্তা করি ।