বিরামহীন চলচ্চিত্র
শম্পা ঘোষ
আদিখ্যেতা বাড়াবাড়ি
ছিন্ন করে ভিন্ন
পরখ ছাড়া চাহিদা মেটায়
বলে ওঠে ধন্য।
হঠাৎ হঠাৎ উল্কা হয়ে
কল্কেতে দেয় টান
খিদার জ্বালা মেটাবে কিসে
করতে থাকে ভান।
চটক কথা নাটক করে
চমক লাগায় জোর
চোখের ভাজে লালের আভা
নেশা নেশা ঘোর।
সঙ্গ ছাড়া রঙ্গ বৃথা
মঞ্চে অধিষ্টান
খালি হাতে ভিক্ষা মাগে
কে করবে দান।
আদর্শ আজ হয় না কেহই
ঘটনাতেই মশগুল
ব্যবসা করে রঙ চড়িয়ে
সওদাতেই সব ভুল।
প্রেম পিরীতির নামটি করে
খেলে বহুজন
রহস্যের জালটি বুনে
কাঁদে কারোর মন।
ঘড় ঘড় ঘড় শব্দ তোলে
কষ্টে বিলায় শ্বাস
আবর্জনায় পড়ছে ধুলো
সময় হচ্ছে দাস।
ঘাটতি কথায় যুক্তি কষে
গুগল ঘেঁটে ঘন্ট
সবজান্তা মাতব্বরি
ওস্তাদে নাম স্যান্টো।
পাগল যদি ছাগল ডাকে
কুকুর বলবে কথা
মানুষ এবার বিরল হবে
খুঁজবে কোথায় মাথা।
দুনিয়া এখন কার দখলে
চলছে উপহাস
কবির কলম লিখছে ঘষে
নেইকো কোনো উচ্ছ্বাস।
************
******
!!
"১-২২-২২"