বিলোকন
শম্প ঘোষ

     যতবার মাথা চাড়া দিয়ে ওঠে
আর ছাগলটা এসে মুড়িয়ে খেয়ে যায়...
         তাই ভাবলাম এবার
         গোলাপ চাষ করবো...
             দেখি,কি হয়...
     ও মলো যা,খেতে না পেয়ে,
      সুন্দর টকটকে সদ্য ফোটা...
    লাল ফুলগুলোকে গুঁতো মেরে,
             ঝরাবার চেষ্টা...
    দেখো দেখিনি ছাগলের কান্ড,
            কাঁটার ভয় নেই!
ওই ব্যাটারও ফুলের উপর লোভ।

        *************
           **********
             %%%%%%
               &&&&&
                 ঁঁঁঁঁঁ
                   !!
                    ৳