ভুল সুইচ
শম্পা ঘোষ
ভালো দেখে
ভালো বলার জন্য
মনের একটা ক্যাপাসিটির দরকার
সেটা যদি প্রথম থেকে
প্রগ্রাম না করা থাকে
তাহলে কি করে বলবে বলুন তো?
মনের সার্কিট বোর্ডে
সাজানো থাকে হাজারো সুইচ
হাতড়ে বেড়াও কোনটা টিপবে
তাই যতই খুঁজুক
পাবেনা কোড নাম্বার
তখন ভুল করে টিপে ফেলে
জ্বলে ওঠার সুইচটা...
হ্যাঁ হ্যাঁ ওই হিংসায় জ্বলার কথা বলছি...
সে এক মস্ত ক্ষয়
ঠিক হাই ভোল্টেজে
কারেন্ট মারলে যা হয়...পুড়ে সব শেষ।
*****************
**************
***********
********
******
!!!!!!
!!