ভবিষ্যতের খাতা
শম্পা ঘোষ
কারা যেন বললো উহুঁ
আর যেয়ো না ভায়া
ও দিকেতে আসবে নেমে
কালো মেঘের ছায়া।
সাবধানতা করেছিলো
শুনলো না কেনো মতি
সময়কে থামাবে কে
কার আছে গো গতি।
মানতে হবে ভাঙ্গতে হবে
চলছে ন্যায়ের বিরোধ
আসল বস্তু হচ্ছে উদাও
বিবেক ছাড়াই বোধ।
শিক্ষা এখন কান্ড ছিঁড়ে
করছে লাফালাফি
সরস্বতীর ক্রোধ বেড়েছে
লক্ষ্মীর ভরে ঝাঁপি।
আলোচনা জীবন্ত হয়
টিভির পর্দায়
ভাবনার এবার রঙ লেগেছে
চিবানো জর্দায়।
কষের গায়ে আটকে গেছে
অজানা এক সুখ
বহুদিনের অভ্যাসটা
করছে খুস খুস।
হাইপারপুলে আটকে আছে
ভবিষ্যতের খাতা
অতীত এখন পিষবে বসে
খুঁজছে স্মৃতির জাঁতা।
***********
******
*
"২-১২-২৩"