ভবিষ্যতের খাতা
শম্পা ঘোষ
কারা যেন বললো উহুঁ
আর যেয়ো না ভায়া
ও দিকেতে আসবে নেমে
কালো মেঘের ছায়া।
সাবধানতা করেছিলো
শুনলো না কেনো মতি
সময়কে থামাবে কে
কার আছে গো গতি।
মানতে হবে ভাঙ্গতে হবে
চলছে ন্যায়ের বিরোধ
আসল বস্তু হচ্ছে উদাও
বিবেক ছাড়াই বোধ।
শিক্ষা এখন কান্ড ছিঁড়ে
করছে লাফালাফি
সরস্বতীর ক্রোধ বেড়েছে
লক্ষ্মীর ভরে ঝাঁপি।
আলোচনা জীবন্ত হয়
টিভির পর্দায়
ভাবনার এবার রঙ লেগেছে
চিবানো জর্দায়।
কষের গায়ে আটকে গেছে
অজানা এক সুখ
বহুদিনের অভ্যাসটা
করছে খুস খুস।
হাইপারপুলে আটকে আছে
ভবিষ্যতের খাতা
অতীত এখন পিষবে বসে
খুঁজছে স্মৃতির জাঁতা।
***********
******
*
"২-১২-২৩"
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
সারাক্ষণ ই কিহয় কিহয়
তবু যেন বিন্দাস কোথা সংশয় ?
খুব সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
খারাপটা ভালো বলে মেনে নিতে
আজ মানুষ দ্বিধায় ভুগছে না!
সুন্দর তাল ও ছন্দে অনন্য কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
এই ভয়েতেই বাস
মধুর বচন নেতার মুখে
ছড়ায় শুধু ত্রাস।
অনবদ্য রূপকে, জীবনবোধ।
প্রিয় কবিবোনকে জানাই শুভেচ্ছা নিরন্তর।
লাজবাব!!
লিখে চলো আর সুস্থ হয়ে থাকো সব সময় সবাই কে সাথে নিয়ে।
অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য এবং আর সবার জন্যও বটে।
শুভ রিমঝিম যামিনী।
অফুরান শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
" বিবেক এখন বিকারগ্রস্ত ন্যায় হয়েছে অচল ,
সরস্বতী বন্দি শালায় লক্ষ্মী হলেন সচল !
টিভির পর্দায় চলছে আজ রমরমে উন্নয়ন ,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথায় কি হবে কখন !"
প্রিয় কবিকে অসংখ্য শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
জীবনবোধের দারুন কাব্যসুধা।
খুবই ভালো লাগল
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
বিবেক ছাড়াই বোধ"
অপূর্ব সুন্দর রূপক কাব্য পাঠে মুগ্ধতা অশেষ, সম্মানিত কবির জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো অফুরন্ত।