বিভাজন করবে কাকে(কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
উৎস কিন্তু একটাই
একই জল বয়ে গেলো দুদিকে
নাম হলো পদ্মা ও গঙ্গা
কিছুটা পথ ছাড়াছাড়ি
অবশেষে মিললো গিয়ে বঙ্গোপসাগরে
দুই নদী-দুটিতে...
নাম ভিন্ন হলেও
তার পবিত্রতা জলে মিশে আছে,
সেই প্রথম থেকেই
মাঝে মাঝে কিছু অন্য ধারা
এসে সঙ্গ দিয়েছে
কখনো বাড়িয়েছে গতি
কখনো বা ধীর...
আমি ভাবি জল
তুমি ভাবো পানি
তফাত তো ওই একটাই
যে...যে নামে ডাকি...
কিন্তু স্বাদ আর স্পর্শ
পারবো কি আলাদা করতে?
********
***
*
"৬-১৬-১৪"