বিভাজন করবে কাকে(কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
উৎস কিন্তু একটাই
একই জল বয়ে গেলো দুদিকে
নাম হলো পদ্মা ও গঙ্গা
কিছুটা পথ ছাড়াছাড়ি
অবশেষে মিললো গিয়ে বঙ্গোপসাগরে
দুই নদী-দুটিতে...
নাম ভিন্ন হলেও
তার পবিত্রতা জলে মিশে আছে,
সেই প্রথম থেকেই
মাঝে মাঝে কিছু অন্য ধারা
এসে সঙ্গ দিয়েছে
কখনো বাড়িয়েছে গতি
কখনো বা ধীর...
আমি ভাবি জল
তুমি ভাবো পানি
তফাত তো ওই একটাই
যে...যে নামে ডাকি...
কিন্তু স্বাদ আর স্পর্শ
পারবো কি আলাদা করতে?
********
***
*
"৬-১৬-১৪"
একই উৎসের দুই বোন
আলাদা হয় কি যখন তখন?
অনবদ্য সৃষ্টি। প্রিয় কবিবোনকে জানাই অন্তহীন শুভেচ্ছা।
সই পাতানো যায় কি তাকে ?
অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে কবি ! ভাল থাকবেন। অনেক শুভেচ্ছা।
অফুরান ভালবাসা ও শুভেচ্ছা রইল।
খুব, খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচছা, প্রিয় কবি।
একরাশ ভালোবাসা আর শুভেচ্ছা জানাই,ভালো থেকো ।
একই রক্ত
একই রঙ
বিভাজন করতে আমরা শুধু
অকারণে সাজি সঙ।
অনন্য উপমা সমৃদ্ধ রূপক কবিতাটি প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আলাদা গঙ্গা
জল পানি হলেও
স্বাদে রঙে রঙ্গা---
অসাধারণ একটা বিষয় নিয়ে লিখেছ।
ভীষণ ভালো লাগলো সখী।
খুব ভালো থাক সবাই কে সাথে নিয়ে।
অনেক ভালোবাসা রেখে গেলাম।
শুভ রাত্রি আমার। তোমার দিবস---
চরম বাস্তবতার প্রতিচ্ছবি
অসাধারণ লিখেছেন প্রিয় কবি
বুঝি সবাই তবুও দাঁত চেপে সই যন্ত্রনা
কোন কালে স্বার্থ সিদ্ধিতে দিয়েছিল মন্ত্রনা
ভাবের রশি টেনে টেনে আজো জীবন চলছে
ফল শিকারি চুপটি করে ফসল ঘরে তুলছে।
ভালো লাগল বোন, শুভেচ্ছা রইল, ভালো থেকো।
সমস্যা হল , এখানে মানলে তালগাছ না মানলে ক্যাকটাস্ ।
জ্ঞানবান কবির মনেধরা মনোমুগ্ধকর সুন্দর প্রকৃতির উপর কাব্য প্রকাশ, মুগ্ধ ।
শুভসরাত্রি , হার্দিক শুভেচ্ছা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে , ভাল থেক সদা ।
ভালো থাকুন প্রিয় কবি
সবাই বলে দৈববলে সৃষ্টি হয় যোগবলে !"
প্রিয় কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।