ভীষণ ধার
শম্পা ঘোষ
ঘচাং ঘচাং ধারালো ছুরি
কেটে ফালাফালা পড়ে না রক্ত
কি দিয়ে এটা করেছো তৈরী
লোকে যে তোমার হয়েছে ভক্ত।
ঝলসে ওঠে ভয় নেই তার
ছুরি কে দাবাতে কাটারীর হাত
ভোঁতা ভেবে কেউ দিও নাকো বাদ
শাণাচ্ছি তাই বসে বসে রাত।
*************
**********
*******
****
**
*