ভারতমাতা লহ প্রণাম
শম্পা ঘোষ
স্বাধীনতা পাওয়া
এত সহজ নয়
কত রক্ত ক্ষয়
কত বলিদান।
স্বাধীনতা হারানো
কত কষ্টের
তাই যাকে পেয়েছো
করো কদর করো সম্মান।
১৫ই আগস্ট হয়েছিলো সূর্যদয়
মুছে ছিলো মায়ের কান্না
সে যে ভারতমাতা
জন্মভূমি তারই নাম।
পতাকা উড়ুক বাতাসে
গেয়ে উঠি সেই গান "বন্দেমাতরম"
শ্রদ্ধা করি মাটিকে
ওগো মা তোমাকে জানাই প্রণাম।
***********************
*****************
***********
******
৭৪ তম