ভেঙ্গে গেছে সিংহদ্বার
শম্পা ঘোষ
চৌহদ্দির আবরুটা কবে যেনো
খসে পড়েছে?
পাল তোলা নৌকারা সব অচল,
মান-অভিমান আজ
কৃত্রিমতায় পরিপূর্ণ!
চলন,বলন,মন সবই নিষ্ক্রিয়;
তবুও সময় চলছে
টেনে দিলো বছরের পর বছর
দিন থেকে রাত...
কারা যেনো তর্ক-বিতর্কে মত্ত,
তবে মিমাংসা হারিয়ে যায়!
আসল উত্তর তো
কেহই চায় না;
সবই তর্কের খাতির তর্ক...
বাতাসে উষ্ণতা ক্রমশঃ বেড়েই চলেছে,
কে ভাববে আর...
চারিদিকে আগুন,আগুন;
মনে আগুন,
ঘরে আগুন,
বাইরে আগুন,
জঙ্গলে আগুন
পুড়ছে সবই
হচ্ছে ছারখার...
ভেঙ্গে গেছে কবে ওই চৌহদ্দির
দাঁড় করা সিংহদ্বার।
********
*****
**
*
"৬-১৬-২১"