জ্বালটি দিয়ে করবে ঘন
ভালোবাসায় পড়বে সর
আস্তে আস্তে জমবে তাতে
  গড়বে মনে গভীর স্তর।
  সেই স্তরেরই আস্তরণে
   মাখন থাকে যতক্ষণ
ভালোবাসায় মাখিয়ে নিও
  থাকবে দেখো বহুক্ষণ।
  মাখন ননী উধাও হলে
  পরে থাকে শুধুই ঘোল
ঘোল না খেয়ে জীবনটাকে
বানাও এবার মাছের ঝোল।
                                                    
  ***********  
    ********
       *****