ভালোবাসার প্রস্ফুটিত ফুল
শম্পা ঘোষ
প্রেম আর ভালোবাসা
নিয়ে এই দ্বন্দ্ব
ঋষি মন বনে গিয়ে
নেয় তার গন্ধ
ভালোবাসার ফুলে ফলে
ভরে গেছে তপোবন
আনন্দে গেয়ে চলে
পাখিরা সর্বক্ষণ
হরিণটা ছুটছে
নেই তার কোনো ভয়
কচি কচি ঘাসেরা
মুখ তুলে সব সয়
ঝর্ণার জল পড়ে
কুলু কুলু রবেতে
স্বর্গটা নেমে আসে
ঠিক যেনো ভবেতে
প্রজাপতি রঙ মেখে
উড়ে এসে বসছে
ফুলেরাও বড় খুশি
আনন্দে দুলছে
ঋষি আজ ধ্যান করে
একাগ্র মনেতে
রুনু ঝুনু কিনি কিনি
বেজে চলে বনেতে
ধ্যান তার ভেঙ্গে যায়
সংযোমের বাঁধাতে
মন কেনো চঞ্চল
মায়াজালের ধাঁধাতে
তিলত্তমা রূপ নিয়ে
এলোকেশে দাঁড়িয়ে
সারা দেহে স্নিগ্ধতা
চোখ যায় জুড়িয়ে
রোদ দেখো খেলছে
অপরূপ মুখেতে
অজানা এক স্পন্দন
কেনো বাজে বুকেতে
তপোবনের শোভা বারে
কার পদধূলিতে
ভালোলাগা দোলা দেয়
মনের এই ঝুলিতে
ধ্যান জ্ঞান সব ছিলো
ছিলো না যে সুখ তার
নারী তুমি হও আমার
বলো নাকো একবার
দুটি মন দুটি দেহ
শপথের মালাখানি
দৈব মিলন ঘটে
বেজে ওঠে শঙ্খধ্বনি
তপোবন জেগে ওঠে
নব এক খুশিতে
ছোটো শিশু হেঁটে চলে
হেলিতে দুলিতে
বীজ থেকে গাছ হয়
তার থেকে ফল মূল
দিকে দিকে ছড়ালো
গোত্র আর ঋষি কুল।
**********
*******
****
*