ভালোবাসার স্বাদ,হে ঈশ্বর(লিমেরিক যুগল)
শম্পা ঘোষ
ভালোবাসার স্বাদ
ভালোবাসা আছে সে যে আদি অনন্ত
ভালোবাসা পেতে মানুষ হয়ে পড়ে ক্লান্ত
ভালোবাসা নয় শুধু কামনা
ভালোবাসা করে যাও সাধনা
ভালোবাসা পেলে মন হয় বড় শান্ত।
হে ঈশ্বর
তুমি অনন্ত,তুমি দিগন্ত তোমার অস্তিত্ব বিশ্বচরাচর
তুমি অক্ষয়,তুমি অভয়,কোরো না কখনো মোরে পর
তুমিই আমার আধার
তুমিই আমার শ্রীধর
তোমার আলোতে ভরে উঠুক আমার সুখের এই ঘর।
*******************
***************
***********
********
****
*