ভালোবাসার কাঙাল বলে
     খুঁজেই চলি নিত্য                      
বলতে পারো কোন ভালোবাসা
     একেবারে সত্য?

   জন্ম থেকে যে ছেলেটা
   পাইনি মায়ের কোল
  প্রশ্ন করি তাকেও আমি
বেরোয় না কোনো বোল!

  যে মেয়েটা ভালোবেসে
      বেঁধেছিলো ঘর
আজকে কেনো সেই মানুষই
     হয়ে গেলো পর।

ভালোবাসার অনেক ধরন
   সবাই আমরা জানি
বলো দেখি কোন মানুষটা
   ভালোবাসায় ধনী?

   ***********
      ********
        ******